এম, মতিউর রহমার, আদমপুর থেকে ।।
কমলগঞ্জে মণিপুরি জাতির নবজাগরণের প্রতীকী পুরুষ ও মণিপুরিদের জাতীয় নেতা জননেতা হিজম ইরাবতের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) ইন্টিগ্রেটেড মণিপুরি এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল (মাঝেরগাঁও) গ্রামে দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করে। কর্মসুচির মধ্যে ছিল মণিপুরি কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জননেতা হিজম ইরাবতের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ এবং মণিপুরি কমপ্লেক্স সংলগ্ন শ্রী শ্রী লক্ষীনারায়ণ মন্ডপে সংগীতানুষ্ঠান, আলোচনা সভা ও কবিতা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।
ইন্টিগ্রেটেড মণিপুরি এসোসিয়েশনের (ইমা) চেয়ারম্যান শ্রী অহৈবম রনজিৎ সিংহের সভাপতিত্বে ও ইমা বাংলাদেশ এর নির্বাহী সদস্য কে এইচ সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা।
বিশেষ অতিথি ছিলেন ইমা বাংলাদেশ এর প্রাক্তন চেয়ারম্যান কবি এ, কে, শেরাম, মণিপুরি তাঁত শিল্পের অন্যতম অগ্রদূত রাধাবতী দেবী প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক প্রহ্লাদ সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরেন্দ্র কুমার সিংহ, কবি শেরাম নিরঞ্জন, কবি রওশন আরা বাঁশি প্রমুখ।
সভায় আলোচকরা জননেতা হিজম ইরাবতের কর্ম-কীর্তি ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।