Logo

কমলগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

রিপোটার : / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

রাজু দত্ত, ষ্টাফ রিপোর্টার ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের  উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গমাতার জীবনী ও   “সংগ্রাম- স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” সম্পর্কে আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও অর্থ বিতরণ করা হয়।

অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার । অনুষ্টানে উপজেলার বিভিন্ন এলাকার ৭ জন দুঃস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৫ জন দুঃস্থ মহিলাদের মধ্যে ২০০০ টাকা করে বিতরণ করা হয়।

  শিক্ষক মশাহিদ আলীর সঞ্চালনায় উপজেলা ভারপ্রাপ্ত  নির্বাহী কর্মকর্তা ,মোঃ মোঃ রইছ আল রেজুয়ান এর সভাপতিত্বে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম মোছাদ্দেক আহমদ মানিক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপেজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দেক আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ও মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী প্রমুখ ।

আলোচনা সভা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে ও রাজকান্দি বন বিভাগের আয়োজনে উজেলার বিভিণ্ণ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মধ্যে ৩৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed