Logo

কমলগঞ্জে প্রধানমন্ত্রী উপহারের ঘর পাচ্ছে আরও ১১৩টি পরিবার

রিপোটার : / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

কমলকন্ঠ রিপোর্ট ।।

মুজিবশতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে  প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প উপহারের ঘর পাচ্ছে আরো ১১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। কমলগঞ্জ সদর ইউনিয়নের বাগমারা, আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা ও ইসলামপুর ইউনিয়নের বকশীটিলা গ্রামের ভূমিহীনদের মধ্যে এই ঘর গুলো হস্তান্তর করা হবে।

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ১১৩ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর চাবি হস্তান্তর করা হবে।

সোমবার ( ৭ আগস্ট) বিকেল ৪টায় কমলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রইছ আল রেজুয়ান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed