লন্ডন প্রতিনিধি ।।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল যুক্তরাজ্য প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হলেন। তার যুক্তরাজ্য আগমন উপলক্ষে উপজেলার প্রবাসীদের পক্ষ থেকে গত বুধবার লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবর্ধনা, মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ মতিউর রহমান দুলালের উপস্থাপনায়, প্রবাসী ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের দিনপুর নিবাসী, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোঃ আজাদ আহমদের সভাপতিত্বে অনুষ্টিত এই সংবর্ধনা ও মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম।
মতবিনিময় সভায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন এলাকার প্রবাসীদের পক্ষ থেকে বাসীর পক্ষ থেকে উত্তর কুশিয়ারা মাধ্যমিক স্কুলটিকে কলেজে রুপান্তরিত করার জন্য সার্বিক সহযোগিতার জন্য ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য দাবী জানানো হয় । উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম তার বক্তব্যে , তিনি তাকে সম্বর্ধণা দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন- আমি সবসময়ই উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থাকি, পাশে আছি এবং যতোদিন বেচে থাকবো উপজেলাবাসীর সেবা করে যাবো ইনশাআল্লাহ্। আমি প্রতিশ্রুতি দিলাম 'উত্তর কুশিয়ারা মাধ্যমিক স্কুল' কলেজে রুপান্তরিত করার জন্য যা কিছু করার প্রয়োজন হয় করবো।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- লুলু মিয়া, হাজী হাবীব, আব্দুল করিম, ফটিক মিয়া, দুলাল আহমদ, মুরাদুজ্জামান চৌধুরী, আব্দুল মালিক,ওয়ালিদ আহমদ, বদরুল ইসলাম রাজা- প্রমূখ।
মৌলানা শফিকুর রহমান বিপ্লবীর দোয়ার মাধ্যমে সভাটি সমাপ্ত হয়।