Logo

মহান স্বাধীনতা দিবসে কমলগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

রিপোটার : / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

কমলকন্ঠ রিপোর্ট ।।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল ‍দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কমলগঞ্জ প্রেসক্লাব।রবিবার (২৬ মার্চ) সকাল ৬ টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবা‌দিকরা।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের সব মানুষের জন্য একটা অনুভূ‌তির নাম।

প্রেসক্লাবের সদস্য পৌর মেয়র ও কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক জুয়েল আহমদ বলেন দিবস‌টিকে শুধু স্মরণ করলেই হবে না বরং দিবস‌টির তাৎপর্য তরুণ  প্রজন্মের ও শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে দিতে হবে। দেশের সবস্তরের মানুষের মধ্যে মু‌ক্তিযুদ্ধের চেতনাকে জা‌গিয়ে তুলতে হবে। রুখে দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সব অপশ‌ক্তিকে।

সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন জাতির শ্রেষ্ঠ  সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ত্যাগেই আজকের বাংলাদেশ।

এ সময় সাংবাদিকদের সাথে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন  কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, প্রেসক্লাবের সদস্য পৌর মেয়র কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক জুয়েল আহমদ,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী,ওসি তদন্ত আব্দুর রাজ্জাক,বণিক সমিতির সাধারণ সম্পাদক এড,সানোয়ার হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা।

 

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed