রাজন দত্ত রাজু : : দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কমলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমন।
দিনব্যাপী এ আনন্দভ্রমন ও বনভোজনে নেতৃত্বদেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক কমলকন্ঠ ডটকম সম্পাদক বিশ্বজিৎ রায়, সহঃসভাপতি,দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাব্বির এলাহী ও সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মো: মোস্তা ফিজুর রহমান।
সকালের আলো ফুটতেই ধীরে ধীরে কমলগঞ্জ প্রেসক্লাব চত্তর সরগরম হতে থাকে সাংবাদিকদের পদচারণায়। সকাল সাড়ে ১১ টায় কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের সামন থেকে মোটরবাইক শোভাযাত্রার মাধ্যমে প্রেসক্লাব পরিবারের সদস্যরা সকল সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে বনভোজনে উদ্দেশ্য রওয়ানা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ ।
পাহাড়ের আকাবাকা পথ মাড়িয়ে সকাল পৌণে ১২ টার দিকে মোটরবাইক শোভাযাত্রাটি গিয়ে পৌঁছে মাধবপুর লেক এ । সেখানে ক্লাব সদস্যসহ সকল সাংবাদিকরা দিনভর ঘুরে বেড়ান। ছোট বড় সবাই মোবাইলে গ্রুপ ও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। দিনব্যাপী একে একে কমলগঞ্জের বিভিন্ন বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সাংবাদিকরা মধ্যাহ্ণ ভোজে মিলিত হন হীড বাংলাদেশের গেষ্ট হাউসে লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন শান্ত স্নিগ্ধ মনোলোভা পরিবেশে গড়ে উঠা রেষ্ট হাউসটি আসার পর হীড় বাংলাদেশের লিয়াজো অফিসার নূরে আলম সিদ্দিকী‘র বন্ধু সুলভ আচরণ মুগ্ধ করে বনভোজনে অংশগ্রহণকারীদের। এখানে এসে খেলাধূলা ও বিনোদনে অংশগ্রহণ করেন সাংবাদিকবৃন্দ ।
দুপুরের খাবার শেষে শুরু হয় আলোচনা সভা। প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়ে‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যের শুরুতেই অনুষ্টানকে প্রাণবন্ত করতে উপহার সামগ্রী প্রদানকারী মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ও প্রেসক্লাব সদস্য প্রবাসী সাংবাদিক সাইফুল আলম চৌধূরী এবং বনভোজনে অংশ গ্রহণকারী সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
তিনি তার বক্তব্যে কমলগঞ্জের সাংবাদিকদেরে কমলগঞ্জ প্রেসক্লাব ভবন প্রতিষ্টার দীর্ঘ্ দিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের চিত্র তুলে ধরে ভবন প্রতিষ্টায় মাননীয় সংসদ সদস্য আলহ্বাজ উপাধ্যক্ষ ড. এম,এ শহীদ, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, প্রেসক্লাব নির্মান কমিটির আহবায়ক, সাংবাদিক বান্ধব পৌরমেয়র কমলগঞ্জের কাগজ সম্পাদক জুয়েল আহমদসহ দেশের ও প্রবাসের যেসকল ব্যক্তি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নান্দনিক এ প্রেসক্লাব ভবনকে পূর্ণঙ্গ রুপ দিতে প্রয়োজনীয় যে সকল কাজ অসমাপ্ত কাজ রয়েছে তা সম্পন্ন করতে সকললকে তাদের সহয়োগীতা অব্যাহত রাখার আহবান জানান ।
এসময় প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহবায়ক, বিশিষ্ট লেখক,গবেষক, সাংবাদিক আহমদ সিরাজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি সুব্রত দেবরায় সঞ্জয়, সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি এম,এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাই মিল্টন, প্রেসক্লাবের সিনিয়র সহ: সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি প্রণীত রঞ্ন দেবনাথ, সহ: সভাপতি, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সাব্বির এলাহী ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি সাংবাদিক নির্মল এস পলাশসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, প্রেসক্লাব নির্মান কমিটির আহবায়ক, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বান্ধব পৌরমেয়র কমলগঞ্জের কাগজ সম্পাদক জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রর্বতী, আলীনগর ইউপি চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা বিজয়ীদের হাতে একে একে পুরুষ্কার তুলে দেয়ার মধ্যদিয়ে আনন্দ ভাগাভাগি করে ভ্রমণ সমাপ্তি ঘোষণা করা হয় দিনব্যাপী এ আনন্দ অনুষ্টানের ।