কমলকন্ঠ ডেস্ক।।
মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার ১৭ মার্চ সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর আলম ভূঁইয়া, অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী প্রমুখ।
এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম বার্ষিকী পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেককাটা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভ, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক আসিফ নিয়াজ রনির সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলাম ইকবাল মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েক আহমদ, আব্দুল মালিক বাবুল, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, মোস্তাফিজুর রহমান, আবুল বশর জিল্লুর, শাহীন আহমদ, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ।
আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
কমলগঞ্জ কিশোর কিশোরী ক্লাবের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উদযাপন
মহিলা অধিদপ্তর পরিচালিত কমলগঞ্জ উপজেলার ১০টি কিশোর কিশোরীক্লাব নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জের সদর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি, দৈনিক কমলকন্ঠ ডটকম সম্পাদক বিশ্বজিৎ রায় । কমলগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান -১ সোলেমান হোসেন ভুট্টো‘র সভাপতিত্বে ও প্রশিক্ষক রাজন দত্ত রাজু‘র সঞ্চালনায় বালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী মনিরাজ সিংহ, মহিলা অধিদপ্তর, কমলগঞ্জ এর সিনিয়র প্রশিক্ষক রাইহান চৌধূরী চৈতী, ক্লাবের সঙ্গীত প্রশিক্ষক স্মৃতি সিনহা ও ইউপি সদস্যা মনোয়ারা বেগম ।
এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।