কমলকন্ঠ ডেস্ক ।। দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর ইতোমধ্যে একটি ভিন্নধর্মী পত্রিকা হিসেবে পাঠকের মনে স্থান করে নিয়েছে । দেশ রূপান্তর প্রকাশনার শুরু থেকেই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে প্রতিষ্ঠার চার বছরের মধ্যেই দেশ রূপান্তর মানুষের আস্থা অর্জন করতে পেরেছে।
রবিবার (১২মার্চ) সন্ধ্যা ৭টায় বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চমবর্ষে পদার্পণ এবং চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এসব কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি, অনলাইন দৈনিক কমলকন্ঠ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও উদীচী শিল্পী গোষ্ঠী কমলগঞ্জ উপজেলা শাখার সম্পাদক সাংবাদিক সাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্টিত উক্ত আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমলগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, আমন্ত্রিত অতিথি কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রিজুয়ান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, দৈনিক প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, অনলাইন নিউজ পোর্টাল ধলাইর ডাকের সম্পাদক আশরাফ সিদ্দিকী পারভেজ, সমাজসেবক জহিরুল ইসলাম, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক সাদিকুর রহমান সামু প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের সমন্বয়ে দেশ রূপান্তরের পঞ্চম বর্ষে পদার্পণ এবং চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।