কমলকন্ঠ ডেস্ক ।।
‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। এ সময় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।