Logo

কমলগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রিপোটার : / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

image_pdfimage_print

স্টাফ রিপোর্টার॥

পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণী সম্পদ প্রদর্শনির আয়োজন এই শ্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫শে ফেব্রুয়ারী) বেলা- ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আরিফ মইনুদ্দিন।

সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রিজুয়ান এর সভাপতিত্বে ও শিক্ষক মো: মোশাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোছাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, প্রেস ক্লাব সভাপতি বিশ্বজিৎ রায় প্রমুখ।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার খামারীরা উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, শৌখিন পাখি (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু প্রভৃতি), ঔষধ, খাদ্য, প্রাণী প্রযুক্তিসহ ৩০টি স্টল অংশগ্রহণ নেয়। বিকালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ১১জন খামারিকে ৩০ হাজার টাকা এবং ২৪ জনকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮  
Developed By Radwan Ahmed