স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম বারের মতো তিনদিন ব্যাপী অমর একুশে বইমেলা ও ক্ষুদ্র নৃ জাতিগোষ্ঠির নাট্য উৎসব বুধবার ২২ ফেব্রুয়ারি রাতে সমাপ্ত হয়েছে।
সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.
রফিকুর রহমান, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, জেলা পুস্তক প্রকাশক সমিতির সভাপতি জযবের আহমদ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, উপজেলা লাইব্রেরী সমিতির সভাপতি মো: আনোয়ার হোসেন।
বইমেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ২০টি স্টল অংশ নেয়। এছাড়া কমলগঞ্জের প্রায় জন কবি লেখকের বই প্রদর্শনী করা হয়। মেলার ২য় দিন কবি ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বইমেলায় মাতৃছায়া লাইব্রেরী স্টলের স্বত্তাধিকারী নিরঞ্জন দেব জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত বই মেলায় বেশ জমে উঠেছে। আশা করি এ ধারা আগামীতে অব্যাহত থাকবে। এ মেলাকে কেন্দ্র করে কবি-লেখকদের মিলনমেলা জমে উঠেছিল। বইমেলা আয়োজনের জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে উদীচী শিল্পীগোষ্ঠী, মণিপুরি ললিতকলা একাডেমি ও ধলাই খেলাঘর আসরের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।