কমলকন্ঠ ডেস্ক #
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে তিলকপুর মাঠে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার অনুষ্টিত হয়েছে। বুধবার (২৫জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার তিলকপুর মাঠে এ খেলার আয়োজন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভিন প্রমুখ।
এছাড়াও উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।