Logo

কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ক্রিকেট চ্যাম্পিয়নশীপস এর উদ্বোধন

রিপোটার : / ৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক #

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বীরশ্রষ্ট হামিদুর রহমান টি ২০ ক্রিকেট চ্যাম্পিয়ানশিপস ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের পাশে অস্থায়ী মাঠে এ খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিতি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের সভাপতিত্বে ও খেলার ধারাভাষ্যকার খাঁন মো. হুসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশীদ,ব্যবসায়ি রাসেল হাসান বখ্ত,সাবেক পৌর কাউন্সিলর মজিবুর রহমান,সমাজ সেবক জয়নাল আবেদীন প্রমুখ।

উদ্বোধনীর শুরুতে টুর্ণামেন্টের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত ও ট্রফি উন্মোচন করা হয়।

খেলায় ১৬টি দল অংশগ্রহণ করবে। নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে বলে জানান খেলার আয়োজন কমিটি। উদ্বোধনী প্রথম খেলায় শ্রীমঙ্গল একাদশ বনাম ভানুগাছ একাদশ অংশ নেয়।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Developed By Radwan Ahmed