কমলকন্ঠ ডেস্ক #
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলয়নাতনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃদাঃ) কর্মকর্তা শাহেদা আক্তার, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে ১০টি কিশোরী ক্লাবের দল অংশ গ্রহণ করে। অনুষ্ঠানের মধ্যে ছিল, নৃত্য, গান, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিযোগীতা শেষে সকল বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।