Logo
সংবাদ শিরোনাম :
ভানুবিলের কৃতিপুরুষ জননেতা হিজম ইরাবতের ১২৭ তম জন্মবার্ষিকী পালিত কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত  অনৈতিক সম্পর্কের ছবি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে কমলগঞ্জে যুবক আটক  কমলগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ে মতবিনিময় সভা ফতেপুর ইউনিয়নের সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের নিবন্ধন  মৌলভীবাজারের কৃতি সন্তান পরমানু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই সৈয়দ শামসুল ইসলাম বাবুর জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ কমলগঞ্জ পৌরসভায় ওয়াটার সাপ্লাই প্রকল্পের ৪৮টি পাইপ গায়েব !

কমলগঞ্জে শব্দকর সম্প্রদায়ের ধামাইল উৎসব অনুষ্ঠিত

রিপোটার : / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

কমলকন্ঠ রিপোর্ট #

মলগঞ্জ উপজেলার মুন্সীবাজার নারায়ণক্ষেত্র গ্রামে অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়ের  ঐতিহ্যবাহী ধামাইল উৎসব  অনুষ্ঠিত  হয়েছে।

মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে রোববার ১৫ জানুয়ারি বিকাল ৫টায় অনুষ্ঠিত ধামাইল উৎসবে  বিভিন্ন  এলাকা থেকে  ৭ টি দল অংশগ্রহণ করে।

ধামাইল উৎসব দেখতে দুর দুরান্ত  থেকে  আসা নারী পুরুষের উপচে পড়া ভিড় ছিল। মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অঃ দাঃ) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মণিপুরি ললিতকলা একাডেমির  গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ উৎসবে শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্য ধামাইল উৎসব প্রথমবার মুন্সীবাজার ইউনিয়নে আয়োজন করায় আয়োজক কর্তৃপক্ষ ও  শব্দকর সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে  এরকম আয়োজন  ভবিষ্যতেও চলমান রাখার দাবি করেন  মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।

লেখক-গবেষক আহমেদ সিরাজ বলেন, এ দেশের অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়কে সরকারের সকল উন্নয়ন  ও সাংস্কৃতিক কর্মকান্ডে অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত করা সময়ের দাবি। উল্লেখ আবশ্যক, মণিপুরি ললিতকলা একাডেমির উদ্যোগে এটি শব্দকর সম্প্রদায়কে নিয়ে প্রথম কোন আয়োজন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed