কমলকন্ঠ রিপোর্ট #
মহান মুক্তিযুদ্ধ অর্জিত বিজয়, চেতনায় বাংলাদেশ লাল-সবুজ পতাকা পাহাড়,নদী,প্রকৃতি বন,পাখি সবুজ মাঠ বিজয়ের মাস বাংলাদেশের স্বাধীনতা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মননে চিত্রে ধারণের লক্ষে কমলগঞ্জ উপজেলার মাধবপুর বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের আয়োজনে। এতে দুই শতাধিক মণিপুরী ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়।
(৩১ ডিসেম্বর) শনিবার সকাল ১১ ঘটিকায় মাধবপুর ইউপির জোড়ামণ্ডপে আঁক তোমার স্বপ্নের ভুবন প্রতিপাদ্য নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতার অনুষ্ঠিত হয় । ঘন কুয়াশায় ঢাকা সকালে অবিভাবকরা শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতার স্থানে ।
বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি উর্মিলা সিনহা’র সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, এছাড়াও সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ,বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ শরবিন্দু সিংহ (মনা), বিশিষ্ট সমাজকর্মী ও সংগঠক কৃষ্ণকৃমার সিংহ, মহারাসলীলা সেবা সংঘের সম্পাদক শ্যামকান্ত সিংহ, মনিপুরী সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি শুশিল কুমার সিংহ প্রমুখ।
আলোচনা সভার শুরুতে অতিথিদের উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে শিশু কিশোরদের মানসিক বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার গুরুত্ব আরোপ করেন।আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযেগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রতিযোগিতা ও আলোচনাসভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের উপদেষ্টা সঞ্জয় কুমার সিংহ বলেন, ছবি আঁকার ফলে শিশুর কল্পনা শক্তি বৃদ্ধি পায়। নিজে কল্পনা করে করে বিভিন্ন রকম ছবি আঁকতে পারে। কোথায় কেমন ছবি আঁকতে হবে, কোথায় কি রং দিতে হবে ইত্যাদি জিনিসগুলো সামঞ্জস্য রেখে নিজে কল্পনা করে এঁকে এঁকে একটি সুন্দর চিত্র অঙ্কন করতে শিখে যায়।