Logo
সংবাদ শিরোনাম :
জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেসক্লাব সভাপতিসহ ৬ জন আহত ৪ শত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ কমলগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত কমলগঞ্জের একজন প্রধান শিক্ষক মো. খুরশেদ আলীর কথা সিলেটে তেলের খনির সন্ধান লাভ কমলগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা কমলগঞ্জে ৪ জন জয়িতাকে সংর্বধনা প্রদান কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন কমলগঞ্জের বাজারে পেয়াজের ঝাঁজে অতিষ্ট ভোক্তারা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজী নষ্ট কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে রহস্যজনক আগুন কমলগঞ্জে কালর্ভাটের নিচে চা শ্রমিকের রক্তাক্ত লাশ পরীক্ষা শেষে হাতির পিঠে চড়ে বাড়ী ফেরা ! মৌলভীবাজারের ৭ থানার ওসি রদবদল কমলগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগ ৫১তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মহিলা অধিদপ্তর কর্তৃক কমলগঞ্জে কিশোর-কিশোরী ক্লাবে সদস্য ভর্তি শুরু কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত-২ মৌলভীবাজার-৪ আসনে ১ জনের মনোনয়নপত্র বাতিল কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ প্রদান

কমলগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন

রিপোটার : / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলায় মণিপুরী মুসলিম (পাঙাল) জনগোষ্ঠীর দু’দিনব্যাপী ‘মণিপুরী মুসলিম ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠিত হবে। কনভেনশনে ভারতের মণিপুর, আসাম ও ত্রিপুরা থেকে ৫৫ জনের প্রতিনিধি দল ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ২০ ডিসেম্বর সকাল ১১টায় আদমপুর বাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দু’দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার প্রস্তুতি সম্পন্ন হওয়ার আশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘মণিপুরী মুসলিম (পাঙাল) কনভেনশন ২০২২’ আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুরী মুসলিম (পাঙাল) কমিউনিটি অব বাংলাদেশ এর সভাপতি মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ চৌধুরী, লেখক আব্দুস সামাদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত আদমপুর ইউনিয়নের জি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনভেনশন দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়ন, সর্বোপরি উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সুসম্পর্ক স্থাপন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মণিপুর রাজ্যের এমএলএ আলহাজ¦ মোহাম্মদ আব্দুল নাসির, মোহাম্মদ আসাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাইভেট ইউনিভার্সিটির দুই জন ভাইস চ্যান্সেলর, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারসহ অনেক সুধীজন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed