কমলকন্ঠ ডেস্ক।।
কমলগঞ্জে ইপিআই কার্যক্রমের উপর দিন ব্যাপী এক ওরিয়েন্টেশেন অনুষ্টিত হয়েছে । আজ ১লা ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও ইপি আই বিভাগের ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতাদের অংশগ্রগ্রহণে এই ওরিয়েন্টেশেন অনুষ্টিত হয় ।
এতে ইপি আই কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুল আলম, ইপিআই বিভাগের কর্মকর্তা আশরাফুল আলম, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ রায়, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ শাখার সুপার ভাইজার মাওলানাইকবাল হোসেন ও উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা এনাম উদ্দিন প্রমুখ।