Logo

সম্পত্তির জন্য বড় ভাইকে হত্যা করলো ছোট ভাই

রিপোটার : / ৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ নভেম্বর )  রাতে উপজেলার মাধবপুর ইউনিয়ন এর উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পুতুল সিংহ (৬০)।

স্থানীয়রা জানান,পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে দশ টার দিকে বিপিন ও তার ছেলে নিশি সিংহ বড় ভাই পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলায় ধারালো দা দিয়ে  তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় পুতুলের স্ত্রী  লক্ষীরাণী সিনহা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।  পরে এলাকাবাসী এগিয়ে আসলে বাপ ছেলে পালিয়ে যায়। মুমূর্ষু  অবস্থায় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে বুধবার দিবাগত রাত ১ টায় কর্তব্যরত  চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষণা করেন। এদিকে স্ত্রী লক্ষীরাণীর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ড করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয় চক্রবর্তী  সত্যতা নিশ্চিত করে বলেন । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Developed By Radwan Ahmed