কমলকন্ঠ ডেস্ক।।
মৌলভীবাজারের কমলগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে “রবীন্দ্র সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর মনিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে এ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রবাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ললিতকলা একাডেমির উপ-পরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানের শুরুতে একাডেমির শিশু শিল্পীদের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীত প্রশিক্ষক সুতপা সিংহার পরিবেশনায় রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়। এরপরেই আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে লাভলী সিনহা একের পর এক রবীন্দ্র সংগীত ও গানের ফাঁকে ফাঁকে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন। স্বতন্ত্র শৈলী, গানের স্পষ্ট উচ্চারণ ও বাদ্যযন্ত্রের সঙ্গে কণ্ঠের অপূর্ব সমন্বয়ে লাভলী সিনহা দর্শকদের প্রসংশা কুড়িয়েছেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী, বিশিষ্ট সাহিত্যক লেখক ও গবেষক অধ্যাপক ড. রণজিৎ সিংহ, লেখক-গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, ব্যাংকার মো. সালাহউদ্দিন, শ্রীমঙ্গল ফিনলে কোম্পানির ব্যবস্থাপক বিকাশ সিংহ, সাংবাদিক শাহীন আহমেদ, আহমেদুজ্জামান আলম, নির্মল এস পলাশ, সালাহ্উদ্দিন শুভ, রাজন দত্ত রাজু প্রমুখ।