Logo

কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ইসকনভক্ত নিহত

রিপোটার : / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কমলগঞ্জের অজয় রাউটিয়া (২৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের পশ্চিম টিলার লক্ষিনন্দর রাউটিয়ার ছেলে এবং পাত্রখোলা ইসকন মন্দিরের একজন ভক্ত । রোববার ৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ-বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান সড়কের মাধবপুর ইউনিয়নের ঝপলার ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীরা জানান, অজয় রাউটিয়া মোটরসাইকেল চালিয়ে পাত্রখোলা থেকে ভানুগাছ অভিমুখে যাবার সময় দ্রুত গতিতে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিএনজির সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মাধবপুর নওয়াগাঁও এলাকার একটি কালভার্টের পাশের পাকা পিলারের সাথে ধাক্কা লেগে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাড়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অজয় রাউটিয়ার লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed