রাজু দত্ত ।। কমলগঞ্জে বাল্য-বিবাহ প্রতিরোধ আইন বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। সোমবার ২৯ আগস্ট শুরু হওয়া ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ এই কর্মশালার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কাজী, ইমাম, পুরোহিত ও সাংবাদিকদের নিয়ে ৪ দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের ছিল স্বতস্ফুর্ত অংশগ্রহণ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও সন্মানী ভাতাও প্রদান করা হয়।
জাইকার উপজেলা সমন্বয়ক মুজিবুর রহমানের সঞ্চালনায় উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুুদ ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তুলি শর্মা প্রমুখ।
প্রশিক্ষণে বাল্য-বিবাহ প্রতিরোধে আইন, বাল্য-বিবাহের কুফল ও বাল্যবিবাহের ফলে কিশোরী মা ও শিশুর স্বাস্থ্যগত সমস্যা ও ঝুঁকি নিয়ে আলোকপাত করা হয়।