মোঃ মালিক মিয়া, কমলকন্ঠ প্রতিবেদক ।। পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তির বাড়ির আঙ্গিনায় লাগানো বিভিন্ন প্রজাতির গাছ প্রতিপক্ষরা কেটে ফেলেছে! ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও(বটতলা) গ্রামে ।
ভুক্তভোগী জানান, গত দুই সপ্তাহ আগে তার বাড়িতে লাগানো শীমগাছ মাড়িয়ে বাড়ীর উপর দিয়ে যাতায়াত করাকে কেন্দ্র করে পাশের বাড়ীর রহিমা বেগম গং এর সাথে তার স্ত্রী আনোয়ারা বেগমের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা রাস্তা বন্ধ করে দেন।
ভুক্তভোগী মঈনুদ্দিন জানান, এর জের ধরে প্রতিবেশী রহিমা , হালিমা ও রিমা বেগম অতি সম্প্রতি তার ছোটভাই কুহিনূর মিয়াকে একা পেয়ে বটতলা সাবাজ মিয়ার ফার্ণিচার দোকানের সামনে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ইউপি সদস্য সুরমান মিয়া ঘটনার সালিশে বিষয়টি নিষ্পত্তি করেন। মঈনুদ্দিন বলেন, সোমবার রাতের আধারে তার লাগানো আকাশ মনি,করই,পিয়ারা সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা । তার ধারণা বাড়ীর উপরদিয়ে আসা যাওয়া করতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী রহিমা গংরাই , এঘটনা ঘটিয়েছে ।
এ বিষয়ে অভিযুক্তদের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আলাপকালে ইউপি সদস্য সুরমান মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে কে বা কারা গাছগুলো রাতের আধারে কেটেছে মঈনুদ্দিন বলেনি।