Logo

কমলগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

রিপোটার : / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ জুন, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক।।

জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পূণ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় রাজকান্দি রেঞ্জের ব্যবস্থাপনায় ২০২১-২০২২ সনের ১০ কি:মি: ট্রিপ বাগান সৃজনের শুভ উদ্বোধন করা হয়। রোববার বেলা ১টায় মুন্সীবাজার ইউনিয়নের ধাতাইলগাঁও-সিদ্ধেশ্বরপুর সড়কের দেবীপুর সার্ব্বজনীন দেবালয় সংলগ্ন এলাকায় ৩ কি:মি: ট্রিপ বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাজকান্দি বনরেঞ্জ, সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসুচী শুরু হয়। রাজকান্দি বনরেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, স্থানীয় ইউপি সদস্য মো: আদর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

    বনবিভাগ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় এক লক্ষ বৃক্ষের চারা রোপনের অংশ হিসাবে কমলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়। বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির ১০ হাজার চারা রাস্তার পাশে এবং ৩ হাজার চারা আশ্রায়ণ প্রকল্পে রোপিত হবে।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Developed By Radwan Ahmed