কমলকন্ঠ ডেস্ক ।।
কমলগঞ্জের পৌর এলাকার ভানুগাছ বাজারের আলামিন প্লাজার ৪র্থ তলার বাসিন্দা ১০নং রোডস্থ সামস্উদ্দীন ড্রাগ হাউজ এর সত্বাধিকারী আবুল মনসুর রোকেন এর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ১০ নং রোড এবং মার্কেটের ওই বিল্ডিংয়ে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরি সংঘটিত হয়। চোর দল বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাপত্র তছনছ করে নগদ প্রায় লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার রাতে ব্যবসায়ী রোকেন সপরিবারে হবিগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন।