Logo

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শ্রীমঙ্গলের মুহিত

রিপোটার : / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শ্রীমঙ্গলের মুহাম্মদ আবদুল মুহিত। গত সোমবার (২০ জুন) এক বার্তায় আবদুল মুহিতকে এ পদে নিয়োগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে আবদুল মুহিত কুয়েত, রোম, দোহা, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের হয়ে বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর আবদুল মুহিত কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করেন।

শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র আবদুল মুহিত একই স্কুলের স্বনামধন্য শিক্ষক মরহুম আব্দুল গফুর সাহেবের দ্বিতীয় সন্তান। জেষ্ঠ সন্তান আব্দুল মুকিত যুক্তরাষ্ট্রে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

ব্যক্তিজীবনে বিবাহিত মুহাম্মদ আবদুল মুহিত দুই কন্যাসন্তানের জনক।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed