Logo

সেনা সদস্যের বাড়ীতে দিন দুপুরে চুরি

রিপোটার : / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ জুন, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মনিপুরী পল্লী ঝপলারপাড় গ্রামে সেনা সদস্যের বাড়ীতে দিন দুপুরে ঘরের টিনের চাল ভেঙ্গে দৃর্ধষ চুরি সংঘঠিত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ জুন) বিকেলের কোন এক সময়ে।

সেনা সদস্যের স্ত্রী সুবর্না সিংহ জানান, তার স্বামী আশিষ সিংহ কুমিল্লা ক্যান্টরমেন্ট এ কর্মরত রয়েছেন। বাড়ীতে শাশুড়ী, তিনিও সন্তানরা বসবাস করেন। সোমবার (২০ জুন) দুপুরে তার শাশুড়ী বাজার করতে মাধবপুর বাজারে যায়। তিনি নিজে ঘর তালাবদ্ধ করে একটি এনজি ও থেকে টাকা উত্তোলন করতে গেলে বাড়ী ফাঁকা থাকে। বিকেলের কোন এক সময় বাড়ী ফাঁকা পেয়ে চোর ঘরের টিনের চালা ভেঙ্গে প্রবেশ করে চুরি করে পালিয়ে যায়। বিকালে বাড়ী ফিরে ঘর খোলা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখেন ঘরের আসবাবপত্র তছনছ করে রেখে ঘরে রক্ষিত ৪ ভরি স্বর্নলংকার সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচার, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Developed By Radwan Ahmed