Logo
সংবাদ শিরোনাম :
ভানুবিলের কৃতিপুরুষ জননেতা হিজম ইরাবতের ১২৭ তম জন্মবার্ষিকী পালিত কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত  অনৈতিক সম্পর্কের ছবি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে কমলগঞ্জে যুবক আটক  কমলগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ে মতবিনিময় সভা ফতেপুর ইউনিয়নের সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের নিবন্ধন  মৌলভীবাজারের কৃতি সন্তান পরমানু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই সৈয়দ শামসুল ইসলাম বাবুর জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ কমলগঞ্জ পৌরসভায় ওয়াটার সাপ্লাই প্রকল্পের ৪৮টি পাইপ গায়েব !

চা শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি জানালেন এমপি শহীদ

রিপোটার : / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

জাতীয় সংসদের চলতি অধিবেশনে মৌলভীবাজার-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস শহীদ এমপি চা শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অংশ নিয়ে তিনি বলেন, ‘চা উৎপাদনের মাধ্যমে আমাদের দেশেই নয় বিশ্ব দরবারেও আমাদের একটি সুমান রয়েছে। আজ ইউক্রেন যুদ্ধসহ বিশ্বে বিভিন্ন কারণে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের চা শ্রমিকরা মজুরি পায় তা দিয়ে তাদের জীবন চলে না। তাই তাদের মজুরি কমপক্ষে দৈনিক পাঁচশ টাকা করা উচিৎ। এছাড়া তাদের অনান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।’

বর্তমানে চা শ্রমিকরা প্রতিদিন ১২০ টাকা হারে বেতন পেয়ে থাকেন। যা দিয়ে এই দুর্মূল্যের বাজারে খেয়ে পরে বেঁচে থাকা কষ্টকর, তাই বহুদিন ধরেই চা শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর দাবি করে আসছেন।
 
তিনি বক্তব্য আরও বলেন, ‘১৯৯৬ সালে কমলগঞ্জে ধলাই নদী প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এখনো শেষ হয়নি।’ তাই এলাবাসীকে বন্যা থেকে মুক্ত রাখতে দ্রুত সময়ের মধ্য এই প্রকল্পটি এগিয়ে নেয়ার দাবি জানান। এছাড়াও তিনি এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed