Logo

কমলগঞ্জের কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিলেট থেকে আটক ১

রিপোটার : / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জের এক কলেজ ছাত্রীকে সিলেটে ৩দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১জনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি শহিদুল ইসলাম শহীদ (৫৫) সিলেট নগরীর ছড়ারপাড় সুগন্ধা-৪৭ বাসার মৃত আলী হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সিলেট নগরীর লালদিঘীরপাড়স্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শহীদকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, কমলগঞ্জ উপজেলার এইচএসসি পড়ুয়া এক কিশোরীকে ৮ জুন ফুসলিয়ে কমলগঞ্জ থেকে সিলেট নিয়ে আসেন অভিযুক্ত শহীদুল ইসলাম শহীদ। সিলেট নগরীতে এনে তাকে আটকে রেখে ৩দিন ধরে ধর্ষণ করেন। এ ঘটনায় কলেজছাত্রীর বাবা ১০জুন কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এরপরে পুলিশ মেয়েটিকে উদ্ধারে নামে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ চৌধুরী শহীদকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, শুক্রবার আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Developed By Radwan Ahmed