Logo

কমলগঞ্জে বজ্রপাতে হতাহত-৩

রিপোটার : / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে গোবিন্দ মাঝি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত গোবিন্দ রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের বিজয় মাঝির ছেলে।

অপরদিকে মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে বজ্রপাতে মা ও মেয়ে আহত হয়েছেন। আহতরা হলেন চিৎলিয়া গ্রামের সুলতানা বেগম (৪৫) ও মুনতা বেগম (১২)। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনায় মৃত্যু হওয়া লাশের ময়নাতদন্ত করা হয়নি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মৌলভীবাজার জেলা প্রশাসককে জানানো হয়েছে। আশা করি সরকারের পক্ষ থেকে নিহত যুবকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Developed By Radwan Ahmed