কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় হাকালুকি হাওরে নৌকা ডুবিতে কলেজ ছাত্র নিহত হয়েছেন।
সোমবার (১৩ জুন) রাতে নিখোঁজের ৫ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বিকেল সাড়ে ৪টায় ভাটেরা ইউনিয়নের শাহ মীর এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, তানিম ছিদ্দিকীসহ (১৯) ১০/১২ জন নৌকা করে হরিপুর এলাকা থেকে শাহ মীর এলাকার বাড়িতে শিরনী খেতে যান। সেখান থেকে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে ফিরলেও তানিম নিখোঁজ হয়। এলাকাবাসী অনেক খোঁজাখুজির পর রাত পৌনে ১০টার দিকে লাশ উদ্ধার করে। নিহত তানিম ছিদ্দিকী বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। তিনি ভাটেরা স্কুল এন্ড কলেজের এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
নৌকায় থাকা সাহেদ সিদ্দিকী জানান, আমরা ৮জন ছিলাম নৌকায়। শামির হাওরে আসার পর আচমকাই নৌকাটি ডুবে যায়। পরে ৭জন সাতার কেটে একটি ব্রীজে উঠি। কিন্তু তানিমকে খুঁজে পাইনি কোথাও।
স্থানীয় বাসিন্দা সামাদ আজাদ বলেন, ঘটনার পর প্রায় শতাধিক নৌকা দিয়ে এলাকার মানুষ খোঁজাখুজি শুরু করে। কিন্তু তখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এক পর্যায়ে মৃত লাশ উদ্ধার করা হয়।
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ছেলেগুলো ফেরার পথে হৈ-হুল্লোড় করছিল, আবহাওয়াও খারাপ ছিল, তাই নৌকা উল্টে যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আমরা সুরতহাল করবো। কোন সন্দেহ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।