জানা গেছে, দুপুর ১ টার দিকে ট্রেনের ক্যান্টিনের বগি থেকে ট্রেনের ভেতরের আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের বগিতে ছড়িয়ে পড়লে ট্রেনের অন্যান্য বগি বিচ্ছিন্ন করা হয়। শুরতে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট এবং শ্রীমঙ্গল, কুলাউড়া থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রেনটির তিনটি এসি বগি পুড়ে গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।অগ্নিকাণ্ডের ঘটনার পর সিলেটের সাথে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের রেল যোগযোগ বন্ধ হয়ে পড়লেও আগুন নিয়ন্ত্রণে আসার পর তা আবার স্বাভাবিক হয়েছে।
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স মৌলভীবাজারের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, কমলগঞ্জ, কুলাউড়া ও শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় দুপুর ২ টা ২০ মিনিটের দিকে পারাবত এক্সপ্রেসের বগির আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এবং পৌর মেয়র জুয়েলআহমদসহ অনেকে।
আগুন লাগার ঘটনায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হককে প্রধান করে ৭ সদস্যের এই তদন্ত কমিটি ঘটন করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।