কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে আজ (১০ জুন) বিকেল ৫ টায় একাডেমি প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে “বিদ্রোহীর শতবর্ষ” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিঃ দাঃ) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি এর বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ফারজানা সিদ্দিকা।
এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতলিব তরফদার, মণিপুরী সমাজ কল্যান সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ,বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ রণজিৎ সিংহ, লেখক ও গবেষক আহমেদ সিরাজ,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষিকা রাবেয়া খাতুন,ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্টানের ২য় পর্বে মনিপুরী ললিতকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি ও নৃত্যাভিনয়ের পাশাপাশি শ্রীমঙ্গল থেকে আগত অতিথি শিল্পীদের পরিবেশিত সংগীত, যন্ত্রসংগীত ও আবৃত্তি গোটা গোধুলী বেলাজুড়ে মন্ত্রমুগ্ধ করে রাখে উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শক
-শ্রোতাদের। অনুষ্টান শেষে মনিপুরী ললিতকলা একাডেমীর পক্ষ থেকে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয় ।