Logo

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

রিপোটার : / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ জুন, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গোলের হাওর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর গোলেরহাওর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৪৫) বসতঘরের ড্রপ লাইনে পাশের বাড়ির ফখরুল ইসলামের একটি কাঁঠাল গাছ পড়ে লাইনটি ঝুলে যায়। পরে পল্লী বিদ্যুৎ এর অভিযোগ কেন্দ্রে জানানোর পরও বিদ্যুৎ লাইনটি সংস্কার করা হয়নি। কাজ শেষে ঝুলে থাকা ড্রপ লাইনটি একটি বাঁশ দিয়ে তুলে রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহাবুদ্দিন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর গোলামফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ করা হয়নি।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Developed By Radwan Ahmed