কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
৮ জুন বুধবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা এডভোকেসি নেটওয়াক এর আয়োজনে জাতীয় মহিলা সংস্থার আইভি রহমান অডিটরিয়াম এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার সমাপণী দিনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সনদ ও উপকরনসামগ্রী বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতার, সদর উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা সিফাত এ মনজুর।
কর্মশালার সার্বিক সহযোগিতা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা শাহজাহান মিয়া। মানবাধিকার সুশাসন, নারীর ক্ষমতায়ন,জেন্ডার সমতা বিষয়ক সেশন উপস্থাপন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বাধন, যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক মিজানুর রহমান,মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতার,সমাজসেবা বিভাগে উপ-পরিচালক মোঃ রাসেদুজ্জামান চৌধুরী, সদর উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা সিফাত ই মনজুর,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন। কর্মশালায় মৌলভীবাজার সদর উপজেলা এডভোকেসি নেটওর্য়াক কমিটি ২৫ সদস্য অংশগ্রহণ করে।