কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জে সমতলের নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল, শিক্ষাবৃত্তি ও অসহায়দের মাঝে জাকাতের টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল, শিক্ষা বৃত্তির চেক ও জাকাতের টাকার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
জানা গেছে, কমলগঞ্জের সমতলের নৃ-গোষ্ঠীর ৭০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে সাইকেল বিতরণ করা হয়। একই সাথে প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ২৪০০ টাকা করে, উচ্চ মাধ্যমিকের ৩০ জন শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ৬০০ টাকা করে ও মাধ্যমিকের ৭০ জন শিক্ষার্থীর মাঝে ৬০০০ হাজার টাকা করে বৃত্তির টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়াও ৬ জন দরিদ্র অসহায়ের মাঝে ৩৫০০ টাকা করে জাকাতের টাকা বিতরণ করা হয়।