Logo

শমসেরনগরে গোল্ডেন ঈগল নার্সারীর উদ্ধোধন

রিপোটার : / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক ।।

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফ‌ওয়া) কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী বিমান বাহিনী প্রধানের সহধর্মিনী তাহমিদা হান্নান আনুষ্ঠানিকভাবে ‘বাফ‌ওয়া গোল্ডেন ঈগল নার্সারী’ শুভ উদ্বোধন করেন।

সোমবার (৬ জুন) সকাল ১০টা থেকে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি। একই সাথে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জের শমমেরনগর বিমান বাহিনীর পরিবারবর্গের তৈরী হস্তজাত দ্রব্য সামগ্রী বিপনন কেন্দ্র ‘নীলাভ’, হরিণ লালন পালন ও পরিচর্যা কেন্দ্র ‘চিত্রা দ্বীপ’ ও দক্ষ জনবল তৈরীর লক্ষে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ‘ব্লু হারিজন’ এর শুভ উদ্বোধন করেন।

এরপর বাফ‌ওয়া সভানেত্রী তাহমিদা হান্নান কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ বিএএফ শহীন কলেজ চত্বরে এসে পৌছালে শমশেরনগর গোল্ডেন ঈগল নার্সারীর অধ্যক্ষ নাদিয়া বিনতে রফিক, শাহীন কলেজ এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন ওয়াসিম মোস্তাক বিপিপি-পিএসসি, বিমান বাহিনী শমশেরনগর স্টেশনের কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন সাইফ উদ্দীন তাকে অভ্যর্থনা জানান। এসময় একটি হাতি ও একটি বাচ্চা হাতি অতিথিকে সালাম জানান। শান্তির প্রতীক কয়েকটি পায়রা ও বেলুন উড়িয়ে তাকে সম্মান জানানো হয়।

শাহীন কলেজ মিলনায়তনে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অধ্যক্ষ নাদিয়া বিনতে রফিক শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনা শেষে নার্সারীর শিশু শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে একটি কেক কাটেন।

অনুষ্ঠানে বাফ‌ওয়া কেন্দ্রীয় সভানেত্রী তাহমিদা হান্নান বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য এবং স্থানীয় জনসাধারণের কোমলমতি শিশুদের আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করতে খুব অল্প সময়ের মধ্যে ‘বাওয়াফা ঈগল নার্সারী’ প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা গোর্ডেন ঈগল নার্সারীর আদলে পাঠদান পরিকল্পনাসহ শিশুদের উপযোগী করে গড়ে তুলতে হবে। আধুনিক শ্রেণি কক্ষ তৈরী এবং ‘গোল্ডেন বেবী, গোল্ডেন প্রমিজে’ এই মূলমন্ত্রে উজ্জীবিত আজকের শিশুদের দেশের ভবিষ্যত নেতৃত্বের অধিকারী ও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধ‌ পরিকর।

তিনি দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন। বিকালে শ্রীমঙ্গল ও আদমপুর মণিপুরী শাড়ি পল্লী, কয়েকটি চা বাগান পরিদর্শ শেষে রাতে শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্টে নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজে অংশ নেয়ার কথা রয়েছে। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফসানা ফজলুল, সালমা আহমেদ ও সালেহা খান।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Developed By Radwan Ahmed