Logo

মনিপুরী ললিতকলা একামেীতে অনুষ্টিত হলো নটপালা উৎসব

রিপোটার : / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জুন, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক ।।

মৃদঙ্গ, ঢোল, করতাল নিয়ে গান। গানের সঙ্গে নৃত্য ও অভিনয়ের এক অনবদ্য প্রকাশ ঘটল মণিপুরি নটপালায়। আজ রবিবার (৫জুন) বর্ষণ মুখর সন্ধ্যায় কমলগঞ্জের শিববাজারস্থ মনিপুরী ললিতকলা একাডেমী মিলনায়তনে অনুষ্টিত হয় মণিপুরিদের ঐতিহ্যবাহী নটপালা অনুষ্টান ও খুপাখুশিই উৎসব।

২০২১-২২ অর্থ বছরে একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্টান উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম অংশে ছিল মনিপুরী নারী নৃত্যশিল্পীদের পরিবেশনা তাদের ঐতিহ্যবাহী খুপাখুশি উৎসব। বিধান চন্দ্র সিংহের পরিচালনায় এই পরিবেশনায় অংশ নেন একডেমীর ২৫ জন পালাশিল্পী। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ছিল মনিপুরী নৃত্যশিল্পীদের নাট্যমূলক পরিবেশনা নটপালা। ধীরেন্দ্র কুমার সিংহের পরিচালনায় এই পরিবেশনায় অংশ নেন একাডেমীর ৭ জন মণিপুরী পালাশিল্পী। উভয় পর্বই ছিল দর্শকের জন্য উন্মুক্ত।

একাডেমীর উপ-পরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন সভাপতিত্বে  ও গবেষনা কর্মকর্তা প্রভাষ সিংহের সঞ্চালনায় মনিপুরী ললিতকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের  প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিপুরী সমাজ কল্যান সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়,মহা রাসলীলা সংঘের সাধারন সম্পাদক শ্যাম সিংহ প্রমুখ ।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Developed By Radwan Ahmed