কমলকন্ঠ ডেস্ক।।
কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার একযুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে অতিথিদের ফুলের তোড়া ও উত্তরী দিয়ে বরণ করা হয়। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মো.হেলাল উদ্দিন, প্রভাষিকা রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, শিক্ষক মোশাহীদ আলী প্রমূখ।
এসময় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বিশিষ্ট লেখক সাংবাদিক মীর লিয়াকত, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সংগ্রাম সিংহ ও সমাজ সেবায় অবদান রাখায় প্রবাসী জহির উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মাইদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক আহমেদুজ্জামান আলম, অর্থ সম্পাদক আব্দুল বাছিত খান, ধলাই ডাকের সম্পাদক ও প্রকাশক আশরাফ সিদ্দিকী পারভেজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বীর এলাহী, প্রভাষিকা শাহরিয়ার জেবিন, কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খান, যুবলীগ নেতা আব্দুল কালাম প্রমুখ।
বক্তরা কমলকুঁড়ি পত্রিকার সফলতা কামনা করে বলেন, একটি ছোট মফস্বল এলাকা থেকে ১১ বছর পেরিয়ে পত্রিকাটি নিরবিচ্ছিন্নভাবে গণমানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে ইতোমধ্যে পাঠক সমাদৃত ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পত্রিকাটির তাঁর অনন্য বৈশিষ্ট্য বজায় রেখে ভবিষ্যতের পথে পথচলা অব্যাহত রাখতে সক্ষম হবে।