Logo

কমলগঞ্জের শমসেরনগরে ৫দিন ব্যাপী শ্রমিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

রিপোটার : / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শ্রম কল্যাণ কেন্দ্রে মনু-দলই ভ্যালির বিভিন্ন চা বাগানের ৩৫ জন চা শ্রমিক প্রতিনিধির অংশগ্রহনে ৫দিনব্যাপী শ্রমিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ মে সকাল ১১টা থেকে মূল প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। শমশেরনগর শ্রম কল্যাণ কেন্দ্রের পরিচালক ডা. প্রিয়তোষ রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গলের সহকারি পরিচালক মো. নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর চা বাগানের সহকারি ব্যবস্থাপক রাফিউল আলম রানা।

সোমবার সকাল ১১টায় শ্রমিক প্রশিক্ষণ কর্মশালায় শ্রম আইন সম্পর্কে আলোচনা করেন বিভাগীয় শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গলের সহকারি পরিচালক মো. নাহিদুল ইসলাম। পরে মাতৃত্বকালীণ ছুটির নিয়ম কানুন সম্পর্কে বক্তব্য রাখেন ডা. প্রিয়তোষ রায়। মাদকাসক্তিতে পরিবার ও সমাজের যে ভ্য়াবহ ক্ষতি হতে পারে সে সম্পর্কে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান।

আয়োজক সূত্রে জানা যায়, বাল্য বিবাহের কুফল, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন বিষয়ে অংশ গ্রহনকারী ৩৫ জন চা শ্রমিক প্রতিনিধির উদ্দেশ্যে আলোচনা করা হয়। এ ক্ষেত্রে চা বাগান পঞ্চায়েত কমিটি, সাধারণ চা শ্রমিক, চা শ্রমিক নারী নেত্রী ও চা ছাত্র যুবকদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Developed By Radwan Ahmed