কমলকন্ঠ ডেস্ক ।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ,কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ ১৫ ই মে রোজ রবিবার বিকেল তিন ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ ( বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২২ কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন করা হয়।
এই বালক অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। ক্রীড়া সংস্থার সভাপতি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত উদ্ভোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট আজাদুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক , কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র, নয় ইউনিয়নের চেয়ারম্যানগন, সংবাদকর্মীসহ বিভিন্ন এলাকার ক্রীড়ামোদী জনসাধারণ। উদ্বোধনী খেলা অনুষ্টিত হয় কমলগঞ্জ পৌরসভা দল বনাম মুন্সীবাজার ইউপি দলের মধ্যে । খেলায় কমলগঞ্জ পৌরসভা দল মুন্সীবাজার ইউপি দলকে ২-১ গোলে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয় ।