কমলকন্ঠ ডেস্ক ।।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হককে বদলীজনিত কারণে কমলগঞ্জের সংবাদকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৮ মে রোববার বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করে কমলগঞ্জ প্রেসক্লাব। উপজেলা নির্বাহী র্কমকর্তার সন্মেলন কক্ষে বিকাল ৪ টায় প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি বাবু বিশ্বজিৎরায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি , আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক,কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক, এড. সানোয়ার হোসেন, ভানুগাছ পৌর বনিক সমিতির সহ:সভাপতি কাজী মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃমোশাহীদ আলী প্রমুখ ।
এছাড়াও কমলগঞ্জ উপজেলা পরিষদ, কমলগঞ্জ পৌরসভা, মণিপুরী ললিতকলা একাডেমি, উপজেলা স্কাউটস, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার, আলীনগর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।