কমলকন্ঠ রিপোর্ট ।। কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার ৩ মে বিকাল ৫টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতাপাঠ করেন রঞ্জিত অধিকারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ধীরেন্দ্র কুমার ধর, প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, বিকাশ চন্দ্র রায়, প্রত্যুষ ধর, এড. নবেন্দু ভট্টাচার্য্য, সীতারাম বীন, মিহির মোহন দাস, নির্মল এস পলাশ, উপানন্দ দেবনাথ, পংকজ ভট্টাচার্য্য, নারীনেত্রী মুন্না দেবরায়, সুনীল মালাকার, স্বপন দেবনাথ, প্রতাপ কর, হিন্দু যুব মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নয়ন দেব প্রমুখ। শপথ গ্রহণ শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপব আলোচনার পর সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ সভাপতি ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্প্রতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির অনুমোদন দেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক আশু রঞ্জন দাশ ও সদস্য সচিব মহিম দে।