Logo
সংবাদ শিরোনাম :
জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেসক্লাব সভাপতিসহ ৬ জন আহত ৪ শত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ কমলগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত কমলগঞ্জের একজন প্রধান শিক্ষক মো. খুরশেদ আলীর কথা সিলেটে তেলের খনির সন্ধান লাভ কমলগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা কমলগঞ্জে ৪ জন জয়িতাকে সংর্বধনা প্রদান কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন কমলগঞ্জের বাজারে পেয়াজের ঝাঁজে অতিষ্ট ভোক্তারা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজী নষ্ট কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে রহস্যজনক আগুন কমলগঞ্জে কালর্ভাটের নিচে চা শ্রমিকের রক্তাক্ত লাশ পরীক্ষা শেষে হাতির পিঠে চড়ে বাড়ী ফেরা ! মৌলভীবাজারের ৭ থানার ওসি রদবদল কমলগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগ ৫১তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মহিলা অধিদপ্তর কর্তৃক কমলগঞ্জে কিশোর-কিশোরী ক্লাবে সদস্য ভর্তি শুরু কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত-২ মৌলভীবাজার-৪ আসনে ১ জনের মনোনয়নপত্র বাতিল কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ প্রদান

কমলগঞ্জে গৃহহীন ৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রিপোটার : / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

সারা বাংলাদেশের সাথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়ও গৃহীন ৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগী উপজেলার আলীনগর ইউনিয়নের রাজকান্দি এলাকায় ৫০ টি ভূমিহীন পরিবারের হাতে তুলে দেওয়া হয় দুই শতক জমিসহ একটি নতুন ঘর।

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের বরাদ্দের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পবিত্র ঈদের উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় আজ সারা জেলায় মোট ৪৯৫ পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়। ঘর পেয়ে উপকারভোগীদের মাঝে এবারের ঈদ হবে অন্যরকম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানিয়া সুলতানা , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো:রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, আশেকুল হক,উপজেলা সহকারি কমিশনার (ভূমি),সোমাইয়া আক্তার, স্থানীয় নেতৃবৃন্দ, কমকর্তা/কর্মচারিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগীগণ ।

জানা য়ায়, তৃতীয় পর্যায়ের প্রতিটা ঘরে ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ঘরে বিদ্যুৎ ও নিরাপদ পানিরও সুব্যবস্থা রয়েছে। আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ঘরগুলো উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়। প্রথম পর্যায়ে বরাদ্দ ছিল ১ লাখ ৭১ হাজার টাকা। নীল, লাল ও সবুজ টিনশেডের প্রতিটি ঘরে রয়েছে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, টয়লেট এবং সামনে খোলা বারান্দা।

স্থানীয়ভাবে ইউনিয়নে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে তালিকা নিয়ে যাচাই বাছাই করে প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত উপকারভোগীদের তালিকা স্বচ্ছতার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে বলে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজের অভিজ্ঞতায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘরগুলো অধিকতর মজবুত, টেকসই ও গুণগত মান বৃদ্ধি করে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। প্রথম পর্যায়ে ৮৫টি ও দ্বিতীয় পর্যায়ে ৩৩০টি গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed