কমলকন্ঠ ডেস্ক।।
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদোগে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম, মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা কৃষি অফিসার জনি খান, অধ্যাপক শাহাজান মানিক, প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, হীড বাংলাদেশ এর লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিক, সূচনা কমলগঞ্জ এর পুষ্টি কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেন প্রমুখ।