Logo

মৌলভীবাজারে আন্তজার্তক বন দিবস পালিত

রিপোটার : / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ মার্চ, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ মার্চ ) দুপুরে  বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার সদর দপ্তরের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক রিপন দে এর সঞ্চালনায় ও বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে । প্রধান অতিথির বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা শারমিন,প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, বাপার কেন্দ্রীয় সদস্য আব্দুল করিম কিম।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা বলেন, নগরায়ন, শিল্পায়ন, লোভসহ বিভিন্ন কারণে আমরাই বনভূমি ধ্বংস করে ফেলেছি। বই যেমন মনের খোরাক তেমনি একটি গাছ জীবন ও মরনে আমাদের উপকার করে। তাই আমাদেরকেই বনভূমি রক্ষা করতে হবে।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আমি লাউয়াছড়া বনের সাড়ে ৪র্শ একর এলাকায় পানের বরজ রয়েছে। আমি দেখেছি গাছগুলো কেটে পান গাছ লাগানো হয়েছে। এই জমিগুলো উদ্ধার করার চেষ্টা চলছে। আলোচনা সভায় প্রিন্ট,ইল্ট্রেনিক মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Developed By Radwan Ahmed