কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জের ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোল করায় ৫০ হাজার টাকা জরিমানা করছে মোবাইল কোর্ট।
১৩ মার্চ রোববার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় কমলগঞ্জ উপজেলার রানীবাজার খেলার মাঠ সংলগ্ন ধলাই নদীর ঘাটে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত আজিজুর রহমান ওরফে আকবরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বালু উত্তোলনের ব্যবহৃত অবৈধ যন্ত্র ও পাইপ জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।