Logo

ধর্ষণ মামলার আসামিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক

রিপোটার : / ৪২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক।। প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামীকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করেছে র‌্যব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় ভারতে পালিয়ে যাওয়ার সময় মৌলভীবাজার জেলার কমলঞ্জের চাতলাপুর থেকে ধর্ষণ মামলার আসামি রজত ধরকে আটক করে র‌্যা-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। আটক রজত ধর উবাহাটা গ্রামের মৃত লক্ষী ধরের ছেলে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সুত্র জানায়, আটক রজত ধরের বিরুদ্ধে গত ৫ মার্চ নারী ও শিশু (সংশোধনী/০৩)-এর ৯(১) ধারায় কমলগঞ্জ থানায় মামলা ছিলো। জনা যায়, কমলগঞ্জ উপজেলার ধাতাইলগাঁও এলাকার জনৈক এক পিতা তার প্রতিবন্ধি মেয়ে (২৫) কে অভাবের কারণে রজত ধর এর বাড়ীতে বিগত ১০ মাস পূর্বে কাজে দেন। কিছুদিন পর রজত ধর প্রতিবন্ধি মেয়েটিকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি সেখানে কাজে যাওয়া বন্ধ করলে কিছু দিন পর মেয়েটি তার শরীরে অস্বাভাবিকতা দেখতে পায়। এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করলে ৬ মাসের অন্তঃসত্তা বলে জানা যায়। এই ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের হয়।
এক পর্যায়ে মামলা ও গ্রেফতার থেকে নিজেকে রক্ষা করতে ভারতে পালানোর চেষ্টা করে রজত ধর। কিন্তু শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলার আসামী রজত ধরের। র‌্যব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা তথ্যপ্রযোক্তির সাহায্যে সিমান্ত এলাকার চাতলাপুর বর্ডার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়ক সিনিয়র এএসপি বাসু দত্ত চাকমা প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Developed By Radwan Ahmed