Logo

আওয়ামীলীগ ক্ষমাতায় আসার পর দেশের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন এসেছে.. আব্দুস শহীদ এমপি

রিপোটার : / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক।। কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমাতায় আসার পর দেশের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন এসছে। শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের কথা উল্লেখ করে তিনি বলেন, আগের সরকারের আমলে এই রাস্তায় মানুষ ও যান চলাচলের উপযোগী ছিল না।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া জেলা মহাসড়কের ১৩টি কালভার্ট ও ১টি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে আব্দুস শহীদ এমপি এ আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউদ্দিন উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, ওসি (তদন্ত) হুমায়ুন কবির, সহকারী প্রকৌশলী জহির আহমেদ, আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আকরাম খান, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ জামিল ইকবাল এর প্রজেক্ট ম্যানেজার আকাইদ হোসেন, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আছিদ আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (সিলেট জোন) এর আওতায় ও সড়ক বিভাগ মৌলভীবাজার এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। নির্মাণাধীন ১৩টি কালভার্ট ও একটি গার্ডার ব্রিজ নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Developed By Radwan Ahmed