কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউপির ছনগাঁও গ্রামের চাউবা মেমরিয়াল মনিপুরি মিউজিয়ামের দেড় দশক পূর্তি উৎসব উপলক্ষে আজ এক আলোচনা সভা সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয় মিউজিয়াম প্রাঙ্গনে। মিউজিয়ামের পরিচালক হামোমতুবাবু সিংহের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত আলোচনা সভা ও সম্বর্ধণা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন,মৌলভীবাজার প্রেসক্লাব সম্পাদক পান্না দত্ত প্রমুখ ।
এসময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, মনিপুরিদের আদি সংস্কৃতি রক্ষার পাশাপাশি গবেষণার কাজে এই মিউজিয়াম গুরুত্ব বহন করছে। জাদুঘরটির পরিধি বাড়াতে উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন প্রধান অতিথি।
পরে ঘণ্টাব্যাপী নিজস্ব নাচ-গান পরিবেশন করেন মনিপুরি তরুণ-তরুণীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘চাউবা মেমোরিয়াল মনিপুরি ইন্টেলেকচ্যুয়াল প্রপারটি মিউজিয়াম’-এর সহ উদ্যোক্তা সনাতন হামুম। মনিপুরি জাতিসত্ত্বাকে ধরে রাখতে ২০০৬ সালে হামোম তনুবাবু নিজ বাড়ির চারটি কক্ষে গড়ে তুলেন এই জাদুঘর। এই জাদুঘরের মাধ্যমে তিনি তাদের সাংস্কৃতিক উপাদান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।